শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩

বাঁকা চাঁদ



মোঃ নূর ইসলাম মাষ্টার

নদীর তীরে কাঁশ বন
তার ফাঁকে দাঁড়িয়ে,
তাল গাছ বাঁশ ঝাড়
বট গাছ ছাড়িয়ে,
সোনা রূপ রং মাখা
ওই দূর আকাশে
ঝিক মিক ছিক মিক
হাসে চাঁদ বাঁকা সে
ভাজে ভাজে মিলে মিল টানিয়ে
কাগজের ঘোরাটাকে বানিয়ে,
আমাদের খুকু যেই চড়ল
লেটে ঘোড়া মাটি ছুঁয়ে পড়লো
গড়াগড়ি যায় খুকু মাটিতে,
কোন দিন চায়না সে হাটিতে
হাঁটা হাটি যেনো তারে ধমকায়
তাই খুকু বারে বারে চমকায়

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...