বুধবার, ২৭ নভেম্বর, ২০১৩

মন বাসনার সুপ্ত স্বাদ

মন বাসনার সুপ্ত স্বাদ
৩০/১২/০৫

আর রইব না৷ একদিও রইব না
এই কৃত্তিম জৌলুসধারী শহুরে কবুতরের খোপে
আমার শ্বাস প্রশ্বাস আটকে যায় বুকের ভিতরে
আকু পাকু করে ঝট পট নড়ে প্রাণ পাখিটা
উড়ে যেতে চায়
দিগন্ত বিস্তারি গাঁয়ের নির্মল বাতাসে
ও আর আমি বিচ্ছন্ন তো নয়
ভর দিয়ে উড়ে বেড়াবো মন পাখিটারে নিয়ে
নীলিমায় নিঃসীশ আকাশে
আজ আমি ভয়ানক ক্ষুব্ধ পুড়ছি মনাগুনে
আজ আমি গ্রামে ফিরে যাবই যাব
যেথায় আমার চৌদ্দ গোষ্টি শুয়ে আছে
অন্ধকার ঘরে মাটির বিছানায় অদ্যাবধি
থাকবে কাল কিয়ামত পর্যন্ত রোজ হাসরের বিচারের আশায়
আল্লাহ যেদিন কাজী হয়ে বসবে বিচারের উচ্চাসনে
...........................................................
তারপর খেলা শেষে শ্রান্ত দেহ৷

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...