শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩

শিশু কল্পনা



মোঃ নূর ইসলাম মাষ্টার
২৯/০৬/০৭
এই বেলা
করি খেলা
সখাদের দে ডাক
বাঁধি দল
হেঁটে চল
উচু গলা দে ডাক
আয় মিলি
গলা গলি
বাম দিকে নে পাও
বিয়ে বাড়ি
হুড়ো হুড়ি
বর কে জানা নাই
ঠেক দে
টাকা নে
যাবে কে বল তাই
এই নির
ছোট হির
জেনে আয় কে কার
লোকে কয়
মনে হয়
টিলু আপুর বে তার
যাক গিয়ে
ওটা নিয়ে
মাথা ব্যথা কারো নেই
শুভ কাজ
হোক আজ
যার বিয়ে করে সেই
এই চল
খেলি বল
মরা গাও বালু চর
খর ভরে
বল করে
চলে আয় বরাবর
নারে ভাই
কাজ নাই
নিজ ঘর যাই চলে
দাদু এলে
কান মলে
নিয়ে যাবে পাঠ শালে

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...