.....নুর“ল ইসলাম
মাস্টার
মন আনন্দে নেঁচে নেঁচে
গাঁয়ে
ফিরে যাই
শহর মরছে নকল জ্বরে
আসল বলতে নাই।
চলায় নকল বলায় নকল
নকল দুধে মিশে
কোথায়
নাই নকল বল
নকল প্রেমের বিশে
আসল চাও পাবে নকল
নকলের
জয় জয়কার
নকল টারে র“ধবে
কেবা
এমন সাধ্য কার ?
মানুষ
নকল জন্তু নকল
নকলই সব আসল
আসল হয়ে চলতে গেলে
পোহাতে
হয় ধকল
আকাশ নকল বাতাস নকল
নকল গাঁয়ের রং
নকল দেখলে হাসি পায়
নকল চলার ঢং
তাই বলি ভাই
আর দেরি নাই
এই শহরে বাস
গাঁয়ে
ফিরে প্রাণে বাঁচি
ফেলি বুকের শ্বাস।