বুধবার, ৬ নভেম্বর, ২০১৩

খোকা

 মোঃ নূরুল ইসলাম মাষ্টার

শেয়াল যদি খেয়াল গায়
খোকা গাবে কি
মশা যদি শশা খায়
খোকা খাবে কি
কুকুর যদি মুগুর ভাজে
খোকা বাজবে কি
দোয়েল যদি কয়েল জ্বালায়
খোকা জ্বালাবে কি
হাতির যদি ছাতি লাগে
খোকার লাগবে কি
মনি যদি ননি খায়
খোকা খাবে ঘি৷

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...