বুধবার, ২৭ নভেম্বর, ২০১৩

হাসি

হাসি পায় হাসি
যখন চোর সাজে সাধু
মিথ্যা দিয়া সত্য ঢাকে
অনভিজ্ঞ সাজে অভিজ্ঞ
তখন হাসি পায় হাসি
রং মেখে সং সাজে
ছেলে বুড়ো হয় সাদা চুল দাড়ি লাগিয়ে
বুড়োদের পোশাক পড়লেও বেরিয়ে আসে আসল চেহারা
সে যে কচি শিশু কৃত্তিম রূপ ধরা পড়ে
তখন হাসি পায় হাসি
যে যা না তা সাজলে হাসি তো পাবেই
ছেড়ি বুড়ি ছেড়া বুড়া
হাসি দিয়ে কান্না লুকায়
নায়ক নায়িকারা যা না তাই
অভিনয় করে ব্যাক্তিগত চরিত্র গন্ধে সুবাস নাই
ভিতরে ছুচোর কেত্তন বাইরে নবাব বাহাদুর যা
হাসি পায় হাসি
নকল দিয়ে আসল আড়াল করে
আসল মানুষ হত্যা করে খল নায়কে আভির্ভূত হয়৷

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...