বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩

তব মৃত্যুতে

মোঃ তাইবুর রহমান
 
তুমি ছিলে মোদের মাঝে লেখক ও রসিক কবি,
আজ তব মৃত্যুতে তব পোষাক চেহারা ভাসছে ছবি ৷
গত ১ ডিসেম্বরেও কত কথা হলো তোমার সনে,
কথা বলবো বলে, না বলা কথা রয়ে গেল মনে ৷
আজ হারিয়ে গেছ অচিনপুরে, আসবেনা ফিরে,
বলতে পারবো না কথা যতই খুঁজি বিশ্ব জুড়ে ৷
এ দুনিয়া বিশ্ব হোটেল মত, মোরা আসছি যত,
সবেই যাবে, শুধু হোটেলে ক্ষনিক অপেক্ষা মত ৷
এ ভব মাঝে মায়া ভরে আসে কত ভরসা নিয়ে,
আকুলে কাঁদায়ে সবেরে ঐ নিশ্চিহ্নে যায় চলিয়ে ৷
নূরুল ইসলাম মাস্টার তুমি যে সেই করলে,
সবকে ছেড়ে ঐ রূপসী যাত্রা গ্রামে ঘুমিয়ে রলে৷
আজ এ ১৫ ডিসেম্বর এসে তুমি পড়তে কবিতা,
নেই যে বানী
মৃত্যুতে বিরাজ করছে নিসত্মব্ধতা ৷
আর হল না বলা, ঐ না বলা কথা বাঁজে অনত্মরে,
কি হলো-বলি কারে, সে হারায়ে গেল-হৃদয় ছিড়ে ৷
তুমি ছিলে রসের রসিকমানুষ, আল্লাহ্ ভক্তে,
দেখিনি আড্ডায়,
†e‡n‡¯Í স্থান করেন যেন পোক্তে ৷

মৃত্যু তারিখঃ ০৫/০১/২০০৯ইং

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...