মোঃ নূর“ল ইসলাম
মাষ্টার
বাংলার
শতরূপ
দেখি আমি প্রান ভরে সারাটি বছর
চৈতে বহে দাবদাহ
সহন না যায়
বৈশাখে
বহে প্রলঙ্করী ঝড়
করে দেয় তছ্ধসঢ়;নছ্ধসঢ়; লন্ড ভন্ড সব একাকার
ধ্বংস
লীলার শোনা যায় আর্ত হাহাকার
এ বাংলার আর একরূপ
বর্ষায়
বন্যা জলোচ্ছ¡াস
এপাড় ওপাড় ভাঙ্গে শ্রোতের টানে
শরতে কাঁশফুল শুকনো বালুচরে
ছেড়া মেঘের আনাগোনা নিলা¤^রে
তাইতো
ভালবাসি মা মাটি মাতৃভূমি এই বাংলাদেশ
বাংলায়
জন্ম নিয়ে ধন্য আমি নরক‚লে
এদেশের
ধূলি কণায় গড়া আমার দেহখানি
আলো বাতাস বাসিয়াছে ভাল আমাকে
আমার জন্মভূমি আমার শতরূপা বাংলাদেশ
আমার ভাললাগে প্রতি ধুলিকণা
সোনারূপা
জান্নাত হতেও অতিব খাঁটি এদেশ
এর বাতাস এর আকাশ
জুড়ায়
শরীর মন উদাস করে
বিমনা
বাউল গেয়ে যায় গান
একতারাটা
বুকে বেঁধে সারাটি জীবন
এত মায়া জড়ানো মন উদাস
করা দেশ
আছে কি অন্য কোথাও এই বাংলা
ছাড়া
জনমে মরনে বাংলা, বাংলা আমার ইহকাল পরকাল
বাংলার
মাটিতে শেষ শয়ান কাম্য আমার।