মোঃ নূরুল ইসলাম মাষ্টার
১২/১১/১৯৯৯ইং
ওরা মাথা ফাটাল
কি আমার আপরাধ
কিছুই বুঝতে পারিনি
শুধু এতটুকু শুনেছি
ওদিন হরতাল বিরোধী মিছিল ছিল
আমি যান জট আর মিছিলের চাপে
দিশে হারা হয়ে এলোমেলো
পথ খুঁজছিলাম
মিছিল হতে একজন বল্লল
ধর শালাকে
ঐ তো সেদিন বোমা ফাটিয়েছি
আমাদের মিছিল লক্ষ করে
আজও ফাটাবে ঐ তো ওর পলিথিনের ব্যাগে
বোমা আছে অগুনতি
রাস্তার পাশে পড়ে ছিলাম
আলু পেয়াজ লবন মরিচ
সব
একবার দেখেছিলাম সব ছড়িয়ে
মাড়িয়ে পাড়িয়ে লেপ্টে দিয়েছে
কাঁদলাম জ্ঞান হারালাম
পরে দেখলাম হাসপাতালে
কোন এই দূর্ভোগ
আমি জনগনের একজন
খেটে খাই পরিবার চালাই
তোমার মনে চায় তাই কর
আমি শুধু কাজ চাই
আর বদ্ধকর এই অনাসৃষ্টি৷
১২/১১/১৯৯৯ইং
ওরা মাথা ফাটাল
কি আমার আপরাধ
কিছুই বুঝতে পারিনি
শুধু এতটুকু শুনেছি
ওদিন হরতাল বিরোধী মিছিল ছিল
আমি যান জট আর মিছিলের চাপে
দিশে হারা হয়ে এলোমেলো
পথ খুঁজছিলাম
মিছিল হতে একজন বল্লল
ধর শালাকে
ঐ তো সেদিন বোমা ফাটিয়েছি
আমাদের মিছিল লক্ষ করে
আজও ফাটাবে ঐ তো ওর পলিথিনের ব্যাগে
বোমা আছে অগুনতি
রাস্তার পাশে পড়ে ছিলাম
আলু পেয়াজ লবন মরিচ
সব
একবার দেখেছিলাম সব ছড়িয়ে
মাড়িয়ে পাড়িয়ে লেপ্টে দিয়েছে
কাঁদলাম জ্ঞান হারালাম
পরে দেখলাম হাসপাতালে
কোন এই দূর্ভোগ
আমি জনগনের একজন
খেটে খাই পরিবার চালাই
তোমার মনে চায় তাই কর
আমি শুধু কাজ চাই
আর বদ্ধকর এই অনাসৃষ্টি৷