সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

পেতনী (শিশু ছড়া)

শেওড়া গাছে হুতোম পেঁচা
ওটাই কুনো পেতনী
বড় ভুতের মেঝ মেয়ে
সেজ ভুতের নাতনী
পিটিস্ পিটিস্ চেয়ে থাকে
দেও দানবের বংশ
দিনে সাজে বনের পাখি
রাতের বেলা হংস
সাঁঝে ডাকে নাকি সুরে
ভোরে ডাকে চেউ
মওকা পেলে ঘাড় মটকায়
টের পায়না কেউ
দাদার আছে গাদা বন্দুক
তাক করে ছাড়ব
এক গোলায় ঐ পেতনী
একেবারে মারব ৷

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...