প্রদোষ ফেলিল ছায়া অবনী পরে
সবাই ফিরিল ঘরে
দিবসের ব্যসত্মতার হল অবসান
বহে শানত্মির কলগান
বন পৰী খুঁজে নেয় সাপদহীন নীড়
জ্ঞাতি গোষ্টি সদলের ভীড়
সব হল একাকার চিনিতে নারে
নিবিড় করে আপনারে
নৰত্ররাজি আকাশের গায়
হাসে আলোক ছটায়
সুপ্তি আচঁল পাতি অঙ্ক মাঝে
সীমাহীন প্রশানত্ম বিরাজে
ঝিলিস্নর একটানা সুর কর্ন কুহর ধন্য
নিকষ কালের জন্য
ধীর অতি ধীর থামে চঞ্চলতা তাবত্
এ যেন নৈসগিক জগত্ ৷