শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫

অভাগীর দুঃখের বয়ান

কী কপাল করছিলাম
বলদের হাতে পড়ছিলাম
বলদ যদি মরতো
পরান সুখে ভরতো
কার কাছে হায় এসব কই
কে আছে আর প্রানের সই
উজান দেশে বাপ ভাই
তা ছাড়া আর কেই নাই
কোথায় আছ পাড়া পড়শি
দুঃখে আমার পরান যায়
অই বলদের দাগা আমার কলিজায়
মাঝি ভাই কেড়া যায়
কইও আমার বাপ মায়
অভাগী মইরা গেছে
কবরটা যেন দেইখা যায় ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...