কী কপাল করছিলাম
বলদের হাতে পড়ছিলাম
বলদ যদি মরতো
পরান সুখে ভরতো
কার কাছে হায় এসব কই
কে আছে আর প্রানের সই
উজান দেশে বাপ ভাই
তা ছাড়া আর কেই নাই
কোথায় আছ পাড়া পড়শি
দুঃখে আমার পরান যায়
অই বলদের দাগা আমার কলিজায়
মাঝি ভাই কেড়া যায়
কইও আমার বাপ মায়
অভাগী মইরা গেছে
কবরটা যেন দেইখা যায় ৷
বলদের হাতে পড়ছিলাম
বলদ যদি মরতো
পরান সুখে ভরতো
কার কাছে হায় এসব কই
কে আছে আর প্রানের সই
উজান দেশে বাপ ভাই
তা ছাড়া আর কেই নাই
কোথায় আছ পাড়া পড়শি
দুঃখে আমার পরান যায়
অই বলদের দাগা আমার কলিজায়
মাঝি ভাই কেড়া যায়
কইও আমার বাপ মায়
অভাগী মইরা গেছে
কবরটা যেন দেইখা যায় ৷