শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩

শতরূপা বাংলা



বাংলার শত রূপ
দেখি আমি প্রাণভরে সারাটি বছর
চৈতে বহে দাবদাহ
বৈশাখে বয়ে যায়
মাতম করা ঝড়
বর্ষায় জলোচ্ছাস
ভাঙ্গে এপাড় ওপাড় নদী
ছলা ছলা জলরাশি
বহে নিরবধি
শরতে কাঁশফুল শুকনো বালুচরে
ছেঁড়া মেঘের আনাগোনা
নিঃসীম নীলা¤^রে
হেমšঝিলের জল ঝরায় রূপরাশি
রাতে শাপলা চাঁদের সঙ্গে করে হাসাহাসি
বিন্দু বিন্দু শিশির কণা দুর্বার ডগায়
ঝোপ ঝাড়ে বাঁধে ঘর বাগনী বগায়
শীতের হিমেল হাওয়ায় বিবর্ণ ধরণী
কেড়ে নেয় সবুজিয়া করে বিবর্ণ ধরণী
বসšকোকিলের গান প্রাণ কেড়ে নেয়
নেশা কারা ফুলের গন্ধে প্রাণ ফিরে দেয়
কতরূপে সাজে বাংলা কহন না যায়
সুখভরা এমন দেশ নাহিক ধরায়
বার মাসে বার ফল ভাই
জ্যেষ্ঠ মাসে আম
বাড়ি আমার মুসলিম পাড়া
নূরমাস্টার নাম

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...