শনিবার, ২৩ মে, ২০২০

আধিপত্যবাদ

আমি আবার যুদ্ধ করব
আবার অস্ত্র নেব হাতে
রাখব ওদের
যা হয় হবে তাতে
এজন্য কি যুদ্ধ করেছি
অস্ত্র নিয়েছি হাতে
চলতে পারিনা বউ বাচ্চা নিয়ে সাথে।
ছিনতাই চাঁদাবাজী লাশের পর লাশ
ক্ষুদায় কাতর বাঁচার তরে করে আশ পাশ
চাটার দল, তদবির পার্টি শুরছে ঘুর্নিপাকে
কেউবা খায় পোলাও কোর্ম কেউবা উপোষ থাকে
কেউবা থাকে পাঁচ তলায় কেউবা গাছের তলা
সুশিক্ষার সুযোগ কম, নিরাপদ নয় ঘর শালা
তেল চিকচিক নাদুস নদুস ভুড়ি
পরের হক করছে চুরি
তাই বেড়েছে ওটা
অস্ত্র ধরেছি শক্ত হাতে-ওটা ফেড়ে সব বার করব
লোম বাছতে কম্বল উজার হয় হোক
চৌদ্দ কোটির মধ্যে চার তাই ভাল
তবুও শান্তি আসবে শান্তি চাই
ওদের ধ্বংস চাই
সা¤্রাজ্যবাদ সম্প্রসারনবাদ
আধিপত্যবাদ।

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...