আমি হিসাব মিলাতে পারি না
যখন দেখি রক্ষক ভক্ষক হয়ে গেছে
আমার মাথা গুলিয়ে যায়
যখন দেখি এই কি সেই বাংলাদেশ ?
বুকের রক্তে পেলাম যে বাংলাদেশ
আমি দেখি পিতা পুত্রকে গুলি করে
পুত্র পিতাকে গলা টিপে হত্যা করে
¯^ামী স্ত্রীকে যৌতুকের লোভে
পৃথিবীর আলো বাতাস থেকে সরিয়ে দিচ্ছে।
মা তার মেয়েকে, বোন তার বোনকে
ক্ষুর্ধাত হায়েনার হাতে তুলে দিচ্ছে
পুরষ নারীকে পন্য হিসাবে ব্যবহার করছে
মানুষ মানুষকে হত্যা করছে
ধনী দরিদ্রকে শোষন করছে
ধনী আরও ধনী হচ্ছে
ছিনতাই, চাঁদাবাজী, বোমবাজী
সরকারি অর্থ সম্পত্তি আত্মসাৎ করছে
তখন আমি হিসাব মিলাতে না।
আমি হিসাব মিলাতে পারি না
এক জাতি আর এক জাতিকে
পায়ের তলায় পিষে মারছে
এক দেশ আরেক দেশকে
দিনের পর দিন দাসত্বের শৃক্সখলে
আবদ্ধ করে নায্য অধিকার থেকে বঞ্চিত করছে।
তখন আমি হিসাব মিলাতে পারি না।
আমার হিসাব তালগোল পাকিয়ে যায়
যখন দেখি ধর্মের নামে বোমা মেরে
মানুষ হত্যা করছে
বন্যা, ঘুর্নিঝড়, জলোচ্ছাস, ভুমিকম্প
মহামারি দেখো দিলেই দানের হাত
সংকুচিত করে ফায়দা লুটছে
আমার বুক ভেঙ্গে খান খান হয়ে যায়
যখন দেখি আমেরিকা - ইরাক,
আফগানস্থান, পাকিস্থান, ফিলিস্তিনে হত্যাযজ্ঞ
নিজেদের অর্থ বিত্তে ফুলিয়ে ফাপিয়ে
দাতা মহান, মানব দরদী সাজে
তখন আমার মাথা গুলিয়ে যায়
হিসাব মিলাতে বসি হিসাবে গর বড় দেখি
মাথা গুলিয়ে যায়।
যখন দেখি রক্ষক ভক্ষক হয়ে গেছে
আমার মাথা গুলিয়ে যায়
যখন দেখি এই কি সেই বাংলাদেশ ?
বুকের রক্তে পেলাম যে বাংলাদেশ
আমি দেখি পিতা পুত্রকে গুলি করে
পুত্র পিতাকে গলা টিপে হত্যা করে
¯^ামী স্ত্রীকে যৌতুকের লোভে
পৃথিবীর আলো বাতাস থেকে সরিয়ে দিচ্ছে।
মা তার মেয়েকে, বোন তার বোনকে
ক্ষুর্ধাত হায়েনার হাতে তুলে দিচ্ছে
পুরষ নারীকে পন্য হিসাবে ব্যবহার করছে
মানুষ মানুষকে হত্যা করছে
ধনী দরিদ্রকে শোষন করছে
ধনী আরও ধনী হচ্ছে
ছিনতাই, চাঁদাবাজী, বোমবাজী
সরকারি অর্থ সম্পত্তি আত্মসাৎ করছে
তখন আমি হিসাব মিলাতে না।
আমি হিসাব মিলাতে পারি না
এক জাতি আর এক জাতিকে
পায়ের তলায় পিষে মারছে
এক দেশ আরেক দেশকে
দিনের পর দিন দাসত্বের শৃক্সখলে
আবদ্ধ করে নায্য অধিকার থেকে বঞ্চিত করছে।
তখন আমি হিসাব মিলাতে পারি না।
আমার হিসাব তালগোল পাকিয়ে যায়
যখন দেখি ধর্মের নামে বোমা মেরে
মানুষ হত্যা করছে
বন্যা, ঘুর্নিঝড়, জলোচ্ছাস, ভুমিকম্প
মহামারি দেখো দিলেই দানের হাত
সংকুচিত করে ফায়দা লুটছে
আমার বুক ভেঙ্গে খান খান হয়ে যায়
যখন দেখি আমেরিকা - ইরাক,
আফগানস্থান, পাকিস্থান, ফিলিস্তিনে হত্যাযজ্ঞ
নিজেদের অর্থ বিত্তে ফুলিয়ে ফাপিয়ে
দাতা মহান, মানব দরদী সাজে
তখন আমার মাথা গুলিয়ে যায়
হিসাব মিলাতে বসি হিসাবে গর বড় দেখি
মাথা গুলিয়ে যায়।