মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫

কাগজের নৌকা

আমার কাগজের নৌকাটা  
বন্যার জলে ভাসিয়ে দিলাম
সে কেবল ভেসেই চলল
কিন্তু কি আশ্চর্যের
কোথাও এতটুকু নোঙ্গর ফেলল না।
ভাবলাম থামবার মত স্থান নেই
তাই থামেনি
বন্যার জলে বাড়ি ঘর জনপদ
সব ভাসিয়ে নিয়ে কোথায় যেন বিলীন হয়ে গেছে
তাইতো থামবার প্রয়োজন হয়ে গেছে মনে করেনি
থামেনি
তবে থামবে নিশ্চয় থামবে
ঐ তো ট্রেনটা
মনে হল কোন দিনও থামবে না
ও থামতে জানে না।
কিন্তু থেমে গেছে শিয়ালদা
কিংবা পারর্বতীপুর
এইটাই ষ্টেশন
হঠাৎ মনে হয় আমিও তো কাগজের
নৌকা কিংবা চলমান ট্রেন
আমি ভেসেই চলেছি তো চলেছি
তবে কি আমার শেষ মাটি
শশ্মান কিংবা গোরস্থান।

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...