এলো শেষে
এক পাল জঙ্গি
মাথায় টুপি চাপায় দাড়ি হাতে তজবি
বেইমান ধরব
কাফের মারব
দিয়েছি জেহাদের ডাক শরিক হও
বাংলার উজবুক মুসলমান
জান্নাতে যদি যেতে চাও
ফেলো মমিনি পাও
আমরাই খাঁটি ইমানদার মুজাহিদ
দামানদার
কোর্ট কাছারিতে বোমা ছাড়
হাকিম মুক্তার বাদী বিবাদী
ময় দারোগা পুলিশ
মরলে শহীদ বাঁচলে গাজী
আলস্নাহ দীদার মিলবে আখিরাতে
কিন্তু ফল হলো উল্টা
আঘাত এলো পাল্টা
ধরে ধরে ভরলো সব খোঁয়াড়ে
কোরানে নাই হাদিসে নাই
বিনা বিচাতে নিরীহ মানুষ হত্যা
বিচার হলো - ফাঁসি হল
যাও জান্নাতে না হয় জাহান্নামে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন