চৈত্রের খড়তাপে
সব পুড়ে খাক হয়ে গেছে
এবার চাই বৃষ্টি
যেমন তোমার চোখের ধারা অঝরে ঝরে
ধরনীকে একদম কাদামটি
করেছে চলতে যেন ছিটকে ওঠে কাদা
সাহেব সুরুতারাতে গায়ে আসে না
তাদের শীত গ্রীষ্ম উভয়ই সমান
এয়ার কুলার আছে ঘরে সেট করা
সেদিন এক গৃহ কত্রী বলল তার প্রতিবেশির
বিয়ে হয়েছে দশ বছর
এ বাসায় বেলার মুখ সাদা না কালো দেখি না