বুধবার, ১২ মার্চ, ২০১৪

Ralgari

রেলগাড়ি
২৩/০৯/২০০৫
মোঃ নূরুল ইসলাম মাষ্টার

ঐ যায় রেলগাড়ি
এঁকে বেঁকে বেগে ধায় ঠক ঠক ঠক
পেটরা পাশিন্দার বেঞ্চিতে বসে
হরেক রকম গল্প করে নানা রঙ্গ রসে
কারও বাড়ি টাঙ্গাইলে কারও বাড়ি পাবনা
কারও মাথায় শত চিন্তা এতো এতো ভাবনা
কেউ যাবে কালিহাতি কেউ দিনাজপুর
কেউ বলে এসে গেছি, কেউ ওনেক দূর
হিস্ হিস্ এষ্টেশনে অই বুঝি থামলো
ঠেলা ঠেলি বেলাবেলি কেউ এসে নামল
যত নামে তত উঠে কোন বিরাম নাই
কেউ বলে হাত নেড়ে 'যাই মাগো যাই'
কেউ এসে মায়ের কোলে ঝাঁপ দিয়ে পড়ে
যাদু বলে মা বাপে কত আদর করে
বাঁশি বাজায় ঘন ঘন অই বুঝি চলে
কত আসে কত যায় চড়ে লোহার বলে৷

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...