বুধবার, ২৭ নভেম্বর, ২০১৩

Sai Gaya

সেই গাঁয়ে
২৪/০২/০৭

ঐ যে পাতার ফাঁকে ছায়ায় ঘেরা ঘরের কুটির

আঁকা বাঁকা মেটো পথ
কৃষক কিষানীর স্নেহভরা কোল ওখানেই আমার বসবাস
কঁচি ডাটা লাউয়ের লতানো ডগা
কুমড়ো ফুল পুঁইয়ের ঝোলা শাক
সেকি মজা রে ভাই
একশো ভাগ খাঁটি দুধ
দশ নম্বর ইরি ধানের মোটা ভাত
আরও চাই আরও দাও
ছাগলের বাচ্চার ঘ্যা ঘ্যা ডাক
এদোঁ পগার হতে আনা রগা টাকি
হঠাত্‍ই অমৃত স্বাদ বয়ে আনে মুখে
মুগ মুশুর মটর শুটি-ছোলার ডাল
আরও খেয়ে পেট ভরেছি
আজ দূরে ইটের খাঁচায় বন্দি জীবন
কৃত্তিম সভ্যতা অপসংস্কৃতি
গিলেছে আমাকে
যেতে চাই যেতে দাও
এ শহর ছেড়ে ওই গাঁয়ে৷

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...