রবিবার, ১৭ নভেম্বর, ২০১৩

রেফারি

রেফারি 

মাঠের মাঝে বল খেলে
ছোট খোকার দল
এদিক ওদিক গোল যায়
করে কোলাহল৷
খুদে এক রেফারি তার
হাতে নিয়ে বাঁশি
ৰনে ফুঁকে ৰনে বকে
ৰনে মুখে হাসি
বেলা শেষ খেলা শেষ
ফুঁকে বাঁশারি
সবার মাঝে মিশে গেল
ৰুদে রেফারি৷

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...